প্রাসঙ্গিক কথা
সকলপ্রশংসা মহান আল্লাহ পাকের জন্য এবং দরুদ ও সালাম মহানবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা.-এর উপর।
বনী আদমের আবাসভূমির পুরোটাতেই যখন বিরাজ করছিল গোমরাহীর অন্ধকার, তখন আল্লাহ তাআ’লা অন্ধকারাচ্ছনড়ব এ ধরায় হেদায়তের আলো বিকিরণে এখানকার মধ্যাকাশে প্রেরণ করেন সর্বাধিক আলোকময় নূরের রবি রহমতে-আলম হযরত মুহাম্মদ সা. কে।
বিশ্বময় হেদায়তের আলো ছড়িয়ে নূরের এ মহান রবির অস্তাচলে যাওয়ার সন্ধিক্ষণে বিদায় হজ্বে আরাফার ময়দানে সমবেত হলেন তাঁরই পরশে ধন্য হেদায়তের আলোকবর্তিকা লক্ষাধিক সাহাবায়ে কেরাম। ময়দানজুড়ে পিনপতন নীরবতা, আখেরী নবীর নসীহতসমূহ শুনতে সবাই উৎকর্ণ। রহমতে দু’আলম তাঁর নিজ হাতে গড়া সোনালী মানুষদের এ বিশাল সমাবেশে অন্যান্য নসীহতের সাথে এ ঘোষণাও দিয়েছিলেন: “তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা অনুপস্থিতদের নিকট আমার বাণী পৌঁছে দেবে”।
প্রিয় নবীর এ বাণী অক্ষরে অক্ষরে তা’মীল করলেন নবীর রঙ্গে রঙ্গিন এ সোনালী কাফেলা। দ্বীনের দাওয়াতে বাড়ি-ঘর ছেড়ে যোগাযোগ বিচ্ছিনড়ব পৃথিবীর বন্ধুর পথসমূহ অতিμম করে হেরার আলো পৌঁছে দিলেন সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত তামাম জাহানের আনাচে-কানাচে। সেই ধারাবাহিকতায় সাত শতাব্দী পূর্বে গৌড় গোবিন্দের অপদখলীয় সিলেটে পদার্পণ করেন নববী আলোয় আলোকিত হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনী রহ.। তাঁর আগমনে ধন্য হয় সিলেটভূমি, মদীনার নূরে নূরানিড়বত হয় রাম-কৃষ্ণ কালিমায় আচ্ছাদিত এ জমিন।
জামেয়া ক্বাসিমুল উলূমের শিক্ষা ব্যবস্থা ৫টি স্তরে বিভক্ত:
১. মারহালায়ে ইবতেদাইয়্যাহ (প্রথমিক স্তর):
৫ বছর মেয়াদী এ স্তরে মুসলিম শিশুদের তাজবীদসহ সহীহ শুদ্ধভাবে ক্বোরআন মাজীদ শিক্ষাদান, দ্বীনের মৌলিক নীতি ও বিধিবিধানসহ যুগ-চাহিদার প্রেক্ষাপটে মাতৃভাষা লিখন ও পঠন এবং প্রারম্ভিক ইংরেজি, অংক, উর্দূ, ভ‚গোল, সমাজ ও বিজ্ঞান ইত্যাদি বিষয় অত্যন্ত গুরুত্বসহকারে শিক্ষা দেয়া হয়ে থাকে।
২. মারহালায়ে মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক স্তর):
৪ বছর মেয়াদী এ স্তরে আরবী ব্যাকরণ তথা নাহু-ছরফের উচ্চ স্তরের কিতাবাদি, আরবী অলংকার শাস্ত্র তথা ইলমে বালাগাত, উচ্চমানের আরবী সাহিত্য, ইলমে মানতেক, ইলমে ফেক্বাহ ও এর মূলনীতি তথা উসূলে ফেক্বাহ, সংক্ষিপ্ত তাফসীর, ফারায়েজ শাস্ত্র ও ইসলামী ইতিহাস ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
৩. মারহালায়ে ছানাবিয়া (উচ্চ মাধ্যমিক স্তর):
৩ বছর মেয়াদি এ স্তরে আরবী ব্যাকরণ তথা নাহু-সরফের উচ্চ স্তরের কিতাবাদি, আরবী অলংকার শাস্ত্র তথা ইলমে বালাগাত, উচ্চমানের আরবী সাহিত্য, ইলমে মানতেক, ইলমে ফেক্বাহ ও এর মূলনীতি তথা উসূলে ফেক্বাহ, সংক্ষিপ্ত তাফসীর, ফরায়েজ শাস্ত্র ও ইসলামী ইতহাস ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
৪. মারহালায়ে ফযীলত (স্নাতক স্তর):
২ বছর মেয়াদী উক্ত স্তরে ইলমে তাফসীর, ইলমে হাদীস, ইলমে ফেক্বাহ ও আরবী সাহিত্যের উঁচু স্তরের কিতাবাদী এবং ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের ফালসাফা ও ইলমে কালাম বা আকাইদ শাস্ত্র ইত্যাদি বিষয়ের উপর পাঠদান করা হয়।
৫. মারহালায়ে তাকমীল (স্নাতকোত্তর):
পুরো একটি বছর দিবারাত ক্লাস গ্রহণের মাধ্যমে ইলমে হাদীসের সিহাহ সিত্তা তথা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, আবূ দাউদ শরীফ, নাসায়ী শরীফ, ইবনে মাজাহ শরীফ সহ শামায়েলে তিরমিযী, মুয়াত্তায়ে ইমাম মালিক, মুয়াত্তায়ে ইমাম মুহাম্মদ এর মত গুরুত্বপূর্ণ কিতাবগুলোর পাঠদান করা হয়।
তাখাস্সুস ফিল ফিক্বাহ ওয়াল ইফতা:
মারহালায়ে ছানাবিয়া ও মারহালায়ে ফযীলতে মেধাতালিকায় এবং মারহালায়ে তাকমীল তথা টাইটেল ক্লাসে প্রথম বিভাগে উত্তীর্ণ যেসব ছাত্র উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, তাদের জন্য এ জামেয়া ১৪১৬ হিজরী সন থেকে চালু করেছে দুই বছর মেয়াদী এক গবেষণা-কোর্স। যার নাম “তাখাস্সুস ফিল ফিক্বহ ওয়াল ইফতা”। এ কোর্সে অধ্যয়নরত ছাত্রদেরকে সমকালীন সমস্যাসমূহের ক্বোরআন-সুনড়বাহ ভিত্তিক ফতওয়া প্রদানে যোগ্য করে গড়ে তোলা হয়।
জামেয়ার ছাত্রাবাস
জামেয়ার রয়েছে একাধিক বিল্ডিং বিশিষ্ট ছাত্রাবাস। যাতে বর্তমানে সাড়ে সাত শত আবাসিক ছাত্র অবস্থান করে। তাদের থাকা-খাওয়া, চিকিৎসা খরচ, জামা-কাপড় ও অধ্যয়নের কিতাবাদিসহ যাবতীয় ব্যয়ভার জামেয়া বহন করে থাকে। লিল্লাহ বোর্ডিং-এ অবস্থানরত ছাত্র ছাড়াও আরো তিন শতাধিক ছাত্র এ জামেয়ায় শিক্ষা গ্রহণ করে থাকে।
শিক্ষকমণ্ডলী ও কর্মচারী বৃন্দ:
বর্তমানে জামেয়ায় ৩৪ জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এবং ২৬ জন কর্মচারী রয়েছেন।
জামেয়া গ্রন্থাগার
জামেয়া ক্বাসিমুল উলূমের রয়েছে একটি স্বতন্ত্র গ্রন্থাগার। যাতে বর্তমানে পনের হাজারেরও বেশি কিতাব রয়েছে। পৃথিবীর অনেক দুষ্প্রাপ্য কিতাবাদির এ বিশাল খাজানার ইসলামী ও যুগোপযোগী গ্রন্থাবলির মাধ্যমে ইল্ম আহরণকারী জ্ঞান-পিপাসুদের অন্তরাত্মা প্রশান্তি পায়।
জামেয়ার ফারেগীন
এ জামেয়া তার সূচনালগ্ন থেকেই প্রতি বছর আসহাবে সুফ্ফার আদলে গড়ে তুলছে নববী রঙ্গে রঙ্গিন এক ঝাঁক সোনালী কাফেলা। যারা বিশ্বের বিভিন্ন দেশে ওয়াজ-নসীহত, লেখনী, বক্তৃতা, শিক্ষকতাসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিভিন্নভাবে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
জামেয়ার ভবিষ্যত পরিকল্পনা:
এ জামেয়া ইতঃমধ্যেই দেশের শীর্ষস্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জামেয়ার এ অবস্থানকে গতিময় করতে জামেয়া কর্তৃপক্ষ নিম্নোক্ত পরিকল্পনা সমূহ হাতে নিয়েছে:
১. পৃথক ক্বিরাআত ও তাজবীদ বিভাগ চালু করা।
২. হাদীস শাস্ত্রের উপর বিশদ গবেষণার নিমিত্তে তাখাস্সুস ফিল হাদীস বিভাগ চালু করা।
৩. পবিত্র ক্বোরআন মজীদ নিয়ে গবেষণা কল্পে তাখাস্সুস ফি উলূমুল ক্বোরআন বিভাগ চালু করা।
৪. আরবী ভাষার উপর গভীর জ্ঞানার্জনের নিমিত্তে আরবী আদব (সাহিত্য) বিভাগ চালু করা।
এ সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরো অনেক গবেষণামূলক কিতাবাদি, প্রয়োজনীয় আনুষঙ্গিক দ্রব্যাদি, স্বতন্ত্র গবেষণাগার নির্মাণ একান্ত আবশ্যক।
জামেয়ার অন্যান্য কার্যক্রম
১. তাখাস্সুস ফিল ফিক্বাহ ওয়াল ইফতা:
মারহালায়ে ছানাবিয়া ও মারহালায়ে ফযীলতে মেধা-তালিকায় এবং মারহালায়ে তাকমীল তথা টাইটেল ক্লাসে প্রথম বিভাগে উত্তীর্ণ যে সব ছাত্র উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায় তাদের জন্য এ জামেয়া ১৪১৬ হিজরী সন থেকে চালু করেছে দুই বছর মেয়াদি এক গবেষণা কোর্স। যার নাম তাখাস্সুস ফিল ফিক্বাহ ওয়াল ইফতা। এ কোর্সে অধ্যয়নরত ছাত্রদেরকে সমকালীন সমস্যা সমূহের ক্বোরআন-সুন্নাহ ভিত্তিক ফতওয়া প্রদানে যোগ্য করে গড়ে তোলা হয়।
২. হিফজ বিভাগ:
জামেয়া তার সূচনালগ্ন থেকেই ছাত্রদেরকে সহীহ শুদ্ধভাবে ক্বোরআন মজীদ শিক্ষা দেয়ার পাশা-পাশি পৃথক হিফজ শাখার মাধ্যমে হাফিজ বানানোর উপরও গুরুত্ব দিয়ে আসছে। বিগত ১৩১৩ হিজরী থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন ধূপাগুলে দুইজন শিক্ষকের তত্ত্বাবধানে একটি স্বতন্ত্র হিফজ শাখা ও চালু রয়েছে।
৩. প্রাতঃকালীন মক্তব:
জামেয়া তার সূচনা লগ্ন হতেই পাড়া-প্রতিবেশী কোমলমতি মুসলিম শিশুদের দ্বীনী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে আসছে। সে লক্ষ্যে প্রাতঃকালীন মক্তব চালু করে দু’জন অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে শিশুদের কালিমা, মাসনুন দুআ’ সমূহ, ওজু, তায়াম্মুম ও নামাজ ইত্যাদি নিয়ামাবলি এবং সহীহ শুদ্ধভাবে কায়দা, ছিপারা ও ক্বোরআন মজীদ শিক্ষাদানের ব্যবস্থা রেখেছে।
৪. দাওয়াত ও তাবলীগ:
দাওয়াত ও তাবলীগ দ্বীন ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর মাধ্যমে ইসলামী শিক্ষায় শিক্ষিততের ছাড়াও জন সাধারণের দোর গোড়ায় সহজেই ইসলামের বানী পৌঁছে দেয়া যায়। আলহামদু লিল্লাহ! এ ক্ষেত্রে জামেয়ার শিক্ষক ও শিক্ষার্থীগণ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। জামেয়ার শিক্ষকবৃন্দ ও পূর্ণ যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা বিভিন্ন জামে মসজিদ ও দ্বীনী মজলিসে দ্বীন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করে থাকেন।
শেষ কথা
একমাত্র তাওয়াক্কুল আলাল্লাহ-ই জামেয়ার মূল সম্বল। আল্লাহর রহমতে জামেয়া তার এ বিশাল ব্যয়ভার দ্বীন-দরদী মুসলিম মিল্লাতের দান-খয়রাতের মাধ্যমেই বহন করে আসছে। এর স্থায়ী কোন আয়ের উৎস নেই। নেই কোন সরকারী বরাদ্ধকৃত তহবিলও। আলহামদু লিল্লাহ! এতদসত্ত্বেও জামেয়া দিন দিন তার লক্ষ্যপানে জোর কদমে এগিয়ে যাচ্ছে।
আকুল আবেদন
দ্বীনদরদী মুসলিম ভাই ও বোনেরা!
এ জামেয়া শুরু থেকেই আপনাদের দান-খয়রাতের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ!আপনাদের এ জামেয়ার লেখাপড়ার মান উনড়বত হওয়ায় আবহমান বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে এর সুনাম-সুখ্যাতি। কুতবে আলম শায়খুল ইসলাম হযরত মাদানী রহ. কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার প্রাচীনতম দ্বীনী শিক্ষাবোর্ড “আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ” এর শীর্ষ স্থানটি দখল করে আছে আপনাদের প্রাণপ্রিয়এ জামেয়া। যদ্দরুন প্রতি শিক্ষাবর্ষের শুরুতে জ্ঞান-পিপাসুদের উপচেপড়া ভীড়ে স্থান সংকুলান হয় না এর ছাত্রাবাস ও শ্রেণীকক্ষসমূহে। ছাত্রাবাস ও শ্রেণীকক্ষ সংকটের দরুন প্রতিবৎসর বাধ্য হয়েই প্রায় দুই-তৃতীয়াংশ ভর্তিচ্ছু ছাত্রকে ফেরত দিতে হয়। সম্পূর্ণ অবৈতনিক এ জামেয়ায় অবস্থানরত এতীম, গরীব ও মেধাবী ছাত্রদের থাকা-খাওয়া, জামা-কাপড়, চিকিৎসা, কিতাবাদী ছাড়াও মাসিক ওজিফা প্রদানের ব্যবস্থা রয়েছে লিল্লাহ বোর্ডিং ফান্ড হতে। তাই দ্বীনদরদী মুসলিম ভাই-বোনদের প্রতি আকুল আবেদন যে, অতীতের ন্যায় ভবিষ্যতেও জামেয়ার প্রতি আপনাদের দান-খয়রাতের হাত সম্প্রসারিত করে সাদাকায়ে জারিয়ার অফুরন্ত সাওয়াবে অংশগ্রহণ করবেন।
আল্লাহ তাআ’লা আপনাদের দান কবুল করুন এবং দিনদিন জামেয়ার উনড়বতি দান করুন। আমীন।
সালামান্তে
মুফতি মুহিব্বুল হক
মুহতামিম,জামেয়া ক্বাসিমুল উলূম
দরগাহ হযরত শাহজালাল রহ. সিলেট, বাংলাদেশ।
ফোন: ০২৯৯৬৬৩৪৭০৮
জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল রহ. সিলেট, বাংলাদেশ
-এর সংক্ষিপ্ত পরিচিতি
প্রতিষ্ঠা: ২৭-০৫-১৩৮১ হিজরী, ০৭-১১-১৯৬১ ঈসায়ী।
প্রতিষ্ঠাতা:
আরিফ বিল্লাহ হযরত মাওলানা হাফিয আকবর আলী রহ.
যোগাযোগ:
মুহতামিম, জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল রহ. সিলেট, বাংলাদেশ।
ফোন: ০২৯৯৬৬৩৪৭০৮ মোবাইল ও বিকাশ: ০১৭৫৮ ৯৩৮৭৮০
ব্যাংক হিসাব:
জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রহ. সিলেট
পূবালী ব্যাংক লি: দরগাহ গেইট শাখা, সিলেট।
চলতি হিসাব নং: ১৪১৪৯০১০০০৬০০
জেনারেল ফান্ড দরগাহ মাদরাসা
চলতি হিসাব নং: ৩১১৫৩১৬০০৯৮৭১
লিল্লাহ বোর্ডিং ফান্ড দরগাহ মাদরাসা
চলতি হিসাব নং: ৩১১৫৩১১০০৯৮৩৫
প্রাইম ব্যাংক. আম্বরখানা শাখা সিলেট।
জামেয়ার প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত।